শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে আর্সেনিক জরিপকারীদের টাকা আত্মসাতের অভিযোগ

বুধবার, মার্চ ২২, ২০২৩
নোয়াখালীতে আর্সেনিক জরিপকারীদের টাকা আত্মসাতের অভিযোগ

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর সোনাইমুড়ীতে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতাধীন ৬৬ জন মাঠ জরিপকারীদের (টেস্টার) সম্মানী বরাদ্দের টাকা নয়ছয় করে আত্মসাতের অভিযোগ উঠেছে। সুত্রে জানা যায়, ২০২২ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সোনাইমুড়ী উপজেলার ১০টি ইউনিয়নে আর্সেনিক পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে মোট ৬৬ জন নলকুপ পরীক্ষক/তথ্য সংগ্রাহক পদে নিয়োগ দেয়া হয়।


নিয়োগকৃত জনবলের প্রতি ২জনের ১টি টিম করে ১টি ইউনিয়নে মোট ৩টি গ্রুপে ৬জন তথ্য জরিপকারী নিয়োগ দেয়া হয়। তাদের প্রতি ইউনিয়নে ২হাজার ৫শ টি নলকুপের তথ্য সংগ্রহের টার্গেট দেয়া হয়।


প্রকল্পটি ২০২০সালে বাস্তবায়ন করার কথা থাকলেও করোনা ভাইরাসের কারনে বন্ধ থাকার পর ২০২২সালের জানুয়ারীতে প্রকল্প সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়। তথ্য সংগ্রহকারীদের প্রতি টিবওয়েল গণনায় ভাতা ১০০ টাকা নির্ধারণ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের মধ্যেই তথ্য সংগ্রহকারীরা ১০টি ইউনিয়নে জরিপ কাজ শেষ করে সোনাইমুড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে কাজ বুঝিয়ে দেন। ৩৭হাজার ৫৩০ টাকা দেওয়ার কথা থাকলেও আগে দেওয়া হয় ২৫হাজার টাকা করে। 


গতকাল ২১শে মার্চ মঙ্গলবার তথ্য সংগ্রহকারী ৬৬জনকে পূণরায় ১০হাজার টাকা করে দিয়ে রেভিনিউ স্ট্যাম্পে সাইন করিয়ে নেয় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।জনপ্রতি বাকি ২,৫৩০ টাকা করে ৬৬জন থেকে মোট এক লক্ষ নয়শত ৮০টাকা হাতিয়ে নেয় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্তারা।


আর্সেনিক পরীক্ষক আরমান জানান, “রেভিনিউ স্ট্যাম্পে সাইন করে আমাদের আড়াই হাজার টাকা করে কম দিচ্ছে। প্রতিজনকে ৩৫ হাজার টাকা দিলেও বাকি ২ হাজার ৫৩০টাকা ইনকাম ট্যাক্স খরচ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে”। আরেক ভুক্তভোগী শাহাদাত হোসেন প্রতিবেদককে বলেন,“কেনো এই টাকা কেটে নিচ্ছে এমনটা জানতে চাইলে কর্মকর্তা নয়ছয় হিসেব দিচ্ছে। পরবর্তীতে এ টাকা আর দেওয়ার সম্ভাবনা নেই বলেও কর্মকর্তা জানিয়ে দেয়। তারা এর সুষ্ঠ তদন্তের দাবি জানান”।


উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আনোয়ার হোসেন অভিযোগের বিষয়ে এ প্রতিবেদককে বলেন, “তাদের অভিযোগ ভিত্তিহীন। আগে ২৫হাজার টাকা দেওয়া হয়েছে এখন ১০হাজার টাকা দিচ্ছি। সব টাকা এপ্রুব হলে পাবে নইলে পাওয়ার সম্ভাবনা নেই”।


বাকি আড়াই হাজার টাকা কোথায় গেলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“পাশ্ববর্তী উপজেলায় দেখেন সব টাকা পেয়েছে কিনা? আমরা তো তারপরও অনেক টাকা দিয়েছি। একই জিপিএস দিয়ে তারা অনেকগুলো এপ্রুব করেছে। টাকা পেলে দিবো তা নাহলে পাবে না”।উক্ত বিষয়ে জানতে নোয়াখালী জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অনুপম দে এর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি কল রিসিভড করেননি।


সময় জার্নাল/এসএম



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল