স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ১৫ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। দ্বিপাক্ষিক এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়ে যায়। আজ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। যেখানে সিরিজ বাঁচানোর মিশন আইরিশদের সামনে, অপরদিকে সিরিজ জয়ের লক্ষ্য তামিম ইকবালদের। তৃতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার স্টিভেন ডোহেনিকে হারিয়েছে সফরকারীরা।
সিরিজে প্রথমবার আগে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করছেন টাইগাররা। উইকেট না পেলেও প্রথম ওভারে; প্রথম পাঁচ বলে কোনও রান দেননি হাসান মাহমুদ। স্টিফেন ডোহানি শেষ বলে তিনটি রান নেন। এরপর দ্বিতীয় ওভারেও তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে দেন ১ রান। তারও প্রথম পাঁচটি বল ডট ছিল।
এরপর হাসানের দ্বিতীয় ওভার ছিল মেডেন। প্রথম তিন ওভারে ৪ রান তুলেছিল আইরিশরা। তবে ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে প্রথম বাউন্ডারির দেখা পায়। তাসকিনকে কভার ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন পল স্টার্লিং। এক বল পরই প্রতিশোধ নিলেন হাসান।
টাইগার পেসার হাসান মাহমুদের গতিতে পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের তালুবন্দি হন আইরিশ ওপেনার ডোহেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের ২৭ সংগ্রহ রান।
এমআই