তিতুমীর কলেজ প্রতিনিধি:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) কলেজের শহিদ বরকত মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু প্রমুখ।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুন নাহার।
২৫ মার্চের ভয়াবহতা ও গুরুত্ব তুলে ধরে ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, ২৫ মার্চে কি ঘটেছে সেটা বলার সক্ষমতা আসলেই আমার নেই। আপনারা বই পুস্তকে দেখেছেন,পড়েছেন। সর্বপরি ২৫ মার্চকে আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হোক এই দাবি রইলো।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এমআই