ইবি প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুষ্পস্তবক অর্পন করে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। রবিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের 'শহীদ স্মৃতিসৌধ'র বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সংগঠনটির দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক আজাহারুল ইসলাম, কার্যনিবাহি সদস্য নাজমুল হোসাইন, নুর আলম ও আবির হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে দিবসটি উপলক্ষে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় অংশ নেন তারা। এছাড়াও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাতে অংশ নেন সংগঠনটির সদস্যরা।
এমআই