সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার ফলশ্রুতিতে শুরু হয় বাঙালির মুক্তির সংগ্রাম। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই বীর শহীদদের। যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩।
ফটো-১
সকাল ১১টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় সংগীতের সহিত জাতীয় পতাকা উত্তোলন করছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
ফটো-২
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন হল, বিভাগ, সমিতি, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের স্ব-স্ব ব্যানারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ফটো-৩
শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে 'শহীদ স্মৃতিসৌধ'র বেদীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তার সাথে রয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
ফটো-৪
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম।
ফটো-৫
শহীদদের স্মরণে শিক্ষক সমিতির শ্রদ্ধাঞ্জলি।
ফটো-৬
শ্রদ্ধা জ্ঞাপনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন ইবি প্রেস ক্লাব।
ফটো-৭
শ্রদ্ধাঞ্জলি নিবেদনে শাখা ছাত্রলীগ
ফটো-৮
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অপেক্ষমান বিভিন্ন সমিতি, হল, বিভাগ, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।
ফটো-৯
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত।