জেরুজালেম গেছেন ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা। সোমবার ইসরায়েল পৌঁছে তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। আপাতত তিনদিনের জন্য সেখানে গেছেন তিনি। খবর রয়টার্সের।
জেরুজালেম পৌঁছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে সাক্ষাৎ করেছেন আল খাজা। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ইসরায়েলে আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হতে পেরে তিনি ‘গর্বিত ও সম্মানিত’ বোধ করছেন।
কিভাবে এখানে কাজ করবেন সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান আল খাজা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি করে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত।