স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামে বৃষ্টির বাধায় ১৯.২ ওভারে ২০৭ রানেই থেমে গেল টাইগাররা। প্রথম ইনিংস সম্পন্নের জন্য নির্ধারিত সময় শেষ হওয়ায় আর মাঠে নামা হচ্ছে না তাদের।
৪ বল হাতে রেখেই ইনিংস ছেড়ে দিতে হলো বাংলাদেশের। ফলে নিজেদের টি-টোয়েন্টি সর্বোচ্চ ২১৫ রানের সংগ্রহটা ভাঙা হলো না এবার।
তবে সহসাই দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে না, এখনই মাঠে নামা হচ্ছে না আয়ারল্যান্ডের। এখনো বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। বৃষ্টি থামলে ও মাঠ খেলা পরিচালনার উপযোগী হলে বৃষ্টি আইন অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করা হবে আয়ারল্যান্ডের জন্য।
এর আগে রনি তালুকদারের ক্যারিয়ার সেরা ৩৮ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে ১৯.২ ওভারে ২০৭ রান তোলে বাংলাদেশ। রনি ছাড়াও এদিন ঝড়ো ইনিংস উপহার দেন লিটন দাস। তার ব্যাটে আসে ২৩ বলে ৪৭ রান।
একইসাথে শামীম পাটোয়ারী ২০ বলে ৩০ রান করে আউট হন, ১৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।
সময় জার্নাল/এলআর