মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি:
কর্মস্থলে দুর্ঘটনায় আহত মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী কর্মী মোহাম্মদ সামিউল কে দেশে ফিরে যাওয়ার নিমিত্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners' Welfare Board তহবিল হতে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ তথ্য নেওয়া মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারর ভেরিফাই পেইজে থেকে।
উল্লেখ্য মোহাম্মদ সামিউল দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের একটি আইল্যান্ডে কাজ করার সময় পড়ে গিয়ে হাতে আঘাত প্রাপ্ত হন। দেশে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য তাকে টিকেট হস্তান্তর করেন হাইকমিশনার। এবং তিনি আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখে তিনি বাংলাদেশে ফিরে যাবেন বলে উল্লেখ করেন। মোহাম্মদ সামিউল এর বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়।
এয়ার টিকেট হস্তান্তর এর সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।