স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে টাইগাররা। বৃষ্টির কারণে ম্যাচ দুটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় ডার্ক লুইস মেথড পদ্ধতিতে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
এবার আইরিশদের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে টাইগাররা। সে লক্ষ্যে আজ শুক্রবার (৩১ মার্চ) সাগরিকার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে দুপুর ২টায়।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পরই বাংলাদেশ ক্রিকেটে নতুন যুগের শুরু। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে লাল সবুজের ডেরায় এসেই যেন আগ্রাসী ক্রিকেটীয় দর্শনে শিষ্যদের তাতিতে দিয়েছেন।
চট্টগ্রামে চলমান টি-টোয়েন্টি সিরিজ বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতে নেয় টাইগাররা। তাই ইংরেজদের পর তাদের প্রতিবেশি দেশ আয়ারল্যান্ডকেও হোয়াইটওয়াশের হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে।
বৃষ্টির বাঁধার উপেক্ষা না থাকলে প্রথম দুই ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। ম্যাচে ওভার কমলেও প্রতি ইনিংসেই দুইশর অধিক সংগ্রহ পেয়েছিল স্বাগতিকরা৷ বোলিং-ফিল্ডিংয়েও দারুণ উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা।
তাই আগের পাঁচ ম্যাচের রেকর্ড ধরে রেখে সেই ধারায় অব্যাহত রাখতে চায় টাইগাররা। পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকলে প্রথমবারের মতো টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার নজির গড়বে সাকিব আল হাসানের দল।
এমআই