সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানে উপহার হিসেবে হিজড়াদেরকে ইফতার ও সেহরীর খাদ্য সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।আজ ৩১ মার্চ শুক্রবার দুপুর ১২টার দিকে হিজড়াদের মাঝে এসকল খাবারের ব্যাগ তুলে দেন তিনি।
জানা যায়,সাংসদ দিদারুল আলমের পারিবারিক দাতব্য সংস্থা আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সাংসদের নিজস্ব তহবিল থেকে পুরো রমজান মাস জুড়ে গরীব, অসহায়, অবহেলিত মানুষকে বিভিন্নভাবে সাহায্য প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীস্থ নিজ বাড়িতে উপস্থিত হিজড়াদের হাতে খাদ্য সামগ্রির প্যাকেট তুলে দেন এমপি দিদার। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, সীতাকু- রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল, ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সদস্য মামুনুর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপহার সামগ্রি প্রদানকালে এমপি দিদার সাংবাদিকদের বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি হিজড়াদেরকেও নানানভাবে সহযোগিতা করে থাকেন।
রোজার সময় তাদেরকে সেহরী ও ইফতারের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য প্রদান করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করলে মহান আল্লাহ সস্তুষ্ট হন।তাই তিনি তাঁর সাধ্যমতো মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এসময় তিনি কোনো হিজড়ার মৃত্যু হলে তার দাফনের জন্যও সাহায্য করার প্রতিশ্রুতি দেন।
সময় জার্নাল/এলআর