স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আইরিশদের ধবলধোলাইয়ের পর এবার সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ৪ এপ্রিল থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এক মাত্র টেস্টটি। সেই ম্যাচকে সামনে রেখে ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
এক মাত্র ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইনেও। আজ রোববার দুপুর দুইটার পর থেকে বিসিবির ওয়েবসাইটে www.tigercricket.com.bd অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
এছাড়া সশরীরেও টিকিট কেনা যাবে। আগামীকাল ৩ এপ্রিল সোমবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে বিক্রি শুরু হবে। সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ণ স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
অপরদিকে সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। ১০০০ টাকায় এই টিকিট কিনতে পারবেন দর্শকরা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের ২০০, ক্লাব হাউজ ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
গতকাল এক মাত্র ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।
এমআই