নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে কিনা সে বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় কমিশনের ১৭তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত থাকবেন।
সভায় ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে আলোচনা’-এর এজেন্ডা রাখা হয়েছে। অন্যান্য এজেন্ডার মধ্যে রয়েছে সিটি করপোরেশন নির্বাচন; নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা; বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এর সাথে সম্পাদিত চুক্তি অনুমোদন।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, ইভিএম নিয়েও কমিশনের সিদ্ধান্তের বিষয় রয়েছে।
সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা রয়েছে। কিন্তু সংসদ নির্বাচনে কয়টি আসনে ইভিএম ব্যবহার সম্ভব হবে; মেরামত করার জন্য অর্থ চাওয়া হয়েছে, সংস্থান হবে কিনা এবং সংসদে ইভিএমে ভোট হবে কি না-তা পর্যালোচনা হতে পারে সভায়।
এছাড়া আগামী সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি কপোরেশনে ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন বৈঠকে সিটিগুলোর ভোট নিয়ে আলোচনা হবে। এদিন প্রথম ধাপে গাজীপুর সিটি ভোটের তপশিল দিতে পারে ইসি।
সময় জার্নাল/এলআর