মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) জেলার কবিরহাট উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা ও স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক হলেন, কবিরহাট উপজেলার দায়রামদি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে ফরহাদ উদ্দিন ওরফে সুমন (৩৪)। আদালতের আদেশের পর ভুয়া ডাক্তারের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয় এবং ভবিষ্যতের বিষয়ে সতর্ক করা হয়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, উপজেলার ভূঁইয়ারহাট বাজারে হাঁড়ভাঙার চিকিৎসক সেজে এ ফরহাদ উদ্দিন ওরফে সুমন চিকিৎসকের প্যাড ব্যবহার করে নির্ধারিত ফি’র বিনিময়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিভাগের সহায়তা নিয়ে ভূঁইয়ারহাট বাজারে অবস্থিত ইব্রাহিম মেডিকেল হল অ্যান্ড হাডভাঙ্গার চিকিৎসালয়ে অভিযান চালান। অভিযানে অভিযোগের সত্যতা পান।
অভিযানকালে অভিযুক্ত ফরহাদ উদ্দিন নিজের দোষ স্বীকার করেন। এ সময় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদাত বসিয়ে ২০১০ সালে মেডিকেল ও ভেন্টোল আইনে ২৯ (২) এর ধারায় ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। আদেশের পর দন্ডপ্রাপ্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।
সময় জার্নাল/এলআর