স্পোর্টস ডেস্কঃ
১২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল আয়ারল্যান্ড। তবে তৃতীয় দিনে ফলো অন এড়িয়ে লিড নিয়েছে আইরিশরা। ৪ উইকেট হারিয়ে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ও লোরকান টাকার ব্যাটে ফলোঅন এড়িয়ে লিড নেয় আইরিশরা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় তৃতীয় দিনের খেলায় মাঠে নামে দুই দল। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন ৩৬৯ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন বিকেলের সেশনে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে ছিলো আইরিশরা।
আজ সকালে শুরুর দিকে বেশ সাবধানী ব্যাটিং করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর এবং পিটার মুর। প্রায় ঘন্টাখানেক ধরে উইকেট আকড়ে পড়ে থাকলেও শরিফুল ইসলাম বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় ওভারেই পিটার মুরকে হারিয়ে আইরিশদের বড় একটা ধাক্কা দেয়। ১৬ রানে মুরকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানান শরিফুল।
৫১ রানের মাথাতেই চতুর্থ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা আরও বাড়ে আইরিশদের। তবে সেখান থেকে দলকে টেনে নিয়ে যান হ্যারি টেক্টর ও লরকান টাকার। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যায়।
লাঞ্চ বিরতির পর বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। দলীয় ১২৩ রানে ১৫৯ বলে ৫৬ রানের ধর্যশীল এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান হ্যারি টেক্টর। এরপর ক্রিজে আসেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
অ্যান্ডি ম্যাকব্রাইনকে সঙ্গে নিয়ে ব্যাট করে ফলোঅন এড়িয়ে আয়ারল্যান্ডকে লিড এনে দেন লরকান টাকার। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় আয়ারল্যান্ড। লরকান টাকার ৮৯ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ২৭ রানে অপরাজিত আছেন।
এমআই