মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বিসিবির ৫০ লাখ টাকা বাফুফে নিচ্ছে না

বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩
বিসিবির ৫০ লাখ টাকা বাফুফে নিচ্ছে না

স্পোর্টস ডেস্ক:

সাফজয়ী নারী ফুটবলারদের জন্য প্রতিশ্রুত ৫০ লাখ টাকার পুরস্কারের চেক গত অক্টোবর মাস থেকেই প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান৷ তার দাবি, বারবার তাগাদা দেওয়া হলেও বাফুফে চেক নেওয়ার ব্যবস্থা করছে না৷

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলছেন, বাফুফে না নিলে তারা শিগগিরই চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন৷

গত সেপ্টেম্বরে নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করে সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দল৷ নারী সাফে বাংলাদেশের প্রথম ট্রফি এটি৷ স্মরণীয় সেই সাফল্যের পর সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণার জোয়ার বয়ে যায় দেশজুড়ে৷ বিসিবিও তাতে সামিল হয়ে দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে৷ তবে সেই অর্থ এখনও পৌঁছায়নি সাবিনাদের হাতে৷

বিসিবি সভাপতি বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারা কয়েক মাস ধরে চেক তৈরি করে রাখলেও বাফুফের কাছ থেকে সময় মেলেনি৷

"অক্টোবর মাসে চেক রেডি করা আছে, নামে নামে… ওরা নিতে আসে না তো৷ বারবার বলা হচ্ছে…৷ ৮-৯ দিন আগেও তাদেরকে ফোন করা হয়েছে যে, ‘ভাই একটা তারিখ দেন, আসেন, কিছু নেন৷ ওরা তো নেয় না, কী করব…৷ তবে এই ব্যাপারে আরও ভালো বলতে পারবে সুজন (বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন)৷”

প্রধান নির্বাহী নিজাম উদ্দিন পরে সংবাদমাধ্যমকে বলেন, সামনে বাফুফের কাছ থেকে সময় না পেলে তারা নিজেরাই চেক পৌঁছে দেবেন৷

"আমাদের বোর্ড সভাপতির একটা কমিটমেন্ট ছিল ৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেওয়ার ব্যাপারে৷ সেভাবেই বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে৷ আসলে খেলোয়াড়দের অ্যাভেইলঅ্যাবিলিটি এবং তাদের কাছে চেক তুলে দেওয়ার যে ইচ্ছে আমাদের ছিল, সেটা মিলছিল না বলেই হয়তো দেরিটা হচ্ছিল৷”

"আমরা প্রস্তুত ছিলাম তিন-চার মাস আগে থেকেই এবং চেকও প্রস্তত ছিল৷ সেটা আমরা যোগাযোগ করেছি এবং সাম্প্রতিক সময়েও আমরা কথা বলেছি৷ উনারা সুবিধাজনক একটা সময় দিলে আমরা চেকগুলো হস্তান্তর করে দেব৷ অথবা যদি তাও না হয়, উনাদের সঙ্গে যোগাযোগ করেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেকগুলো পৌঁছে দেব৷”

বিসিবির প্রধান নির্বাহী বললেন, ঈদের আগেই মেয়েদের কাছে চেক পৌঁছে দেওয়ার জোর চেষ্টা করবেন তারা

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল