বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের ১৫০ ফুট উচ্চতার গ্লাস টাওয়ারের চূড়া থেকে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুজন (২৫) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ।
তিনি বলেন, সন্ধ্যার দিকে একটা ছেলে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারটির একদম চূড়ায় উঠে। ওপরে উঠার পর সে গ্লাস খুলে ফেলে। খুলতে গিয়ে গ্লাস নিচে পড়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন গিয়ে সেখানে জড়ো হয়। পরে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে নিচে নামায়।
কী কারণে ওপরে উঠেছে, তা জানতে শাহবাগ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মো. শহিদুল্লাহ।
শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ আল আমিন বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে পেশায় একজন মোটর মেকানিক, তার বাড়ি মানিকগঞ্জে। তাকে অক্ষত অবস্থায় নামানো হয়েছে।
এমআই