মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পরিবর্তন হয়নি মাছ-মুরগি , দাম বেড়েছে সবজির

শনিবার, এপ্রিল ৮, ২০২৩
পরিবর্তন হয়নি মাছ-মুরগি , দাম বেড়েছে সবজির

সময় জার্নাল ডেস্ক:


মাছ-মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। দফায় দফায় দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।শনিবার (৮ এপ্রিল) নগরীর একাধিক বাজারে খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে ২০০ টাকায় গিয়ে দাঁড়ায়। তবে সোনালি ও লেয়ার মুরগির দাম অপরিবর্তিত থেকে যায়।


গত কয়েকদিন ধরে ব্রয়লার বিক্রি করছেন ২০০ টাকা কেজি দরে। এছাড়া লেয়ার বিক্রি করছেন ৩২০ ও ৩১০ টাকা কেজিতে।দাম বাড়ানো-কমানো সবকিছু পাইকার ও সরবরাহকারীদের হাতে।বিক্রেতা মনির বলেন, খামারিরা অনেক সময় খামখেয়ালী করে। এখন বাজারে মুরগির খাবারের দাম আগের মতই রয়েছে। ফলে ব্রয়লারের দাম এতো থাকার কথা নয়।


এদিকে বাজারে সবজির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, এক মাসের বেশি সময় ধরে সর্বোচ্চ ২০ টাকা কেজি দরের টমোটো এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আলুর দাম কেজিতে ২ টাকা বেড়ে এখন ২৭ টাকায় দাঁড়িয়েছে।শুধু আলু বা টমেটো নয়, দাম বেড়েছে ঝিঙে, করলা, বেগুনের। বেগুন ৬০ টাকা, শসা ৪০ টাকা ও লেবুর হালি ৩০ টাকা থেকে বেড়ে ৪০-৫০ টাকায় দাঁড়িয়েছে।


আধা কেজি সাইজের রুই, মৃগেল মাছ বিক্রি হচ্ছে ১৭০-১৯০ টাকা, এক কেজি ওজনের মাছ ২৫০-২৭০ টাকা, আর এক কেজির বেশি ওজনের মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা। টেংরা মাছ ৫০০-৬৫০ টাকা, শোল ও টাকি মাছ ৩০০-৫৫০ টাকা, দেশি কই মাছ ৭০০ টাকা, পাবদা ৩৫০ টাকা।


এসএম



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল