মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ এপ্রিল-২০২৩) বিকেলে ৯নং আস্করপুর ইউনিয়নের অন্তর্গত মনসুর হাজী দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠকি সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাক মুরাদ আহমেদ’র সঞ্চালনায় ইফতার মাহফিলে জেলা বিএনপি সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, নাজমা মসির, আলহাজ্ব হাফিজুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আনিসুর রহমান বাদশা, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার, দিনাজপুর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুজ্জামান চৌধুরী খোকা, সদর উপজেলা বিএনপির সম্পাদকমন্ডলির সদস্যসহ ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১০টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃসকদল, শ্রমিকদল, মহিলাদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
সময় জার্নাল/এলআর