নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরাই বাংলা নববর্ষ উদযাপন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
পহেলা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এখনও আছে। কে পালন করল, কে করল না- তাতে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা পালন করব। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে পহেলা বৈশাখ। প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা গজাচ্ছে।
আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, তারা (বিএনপি) সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের আদর্শ দ্বিজাতিতত্ত্ব ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করা। এ অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে। আমরা বাংলা ও বাঙালি চেতন ধারণ করি।
এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পরে ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাড়াও দলের সিনিয়র নেতাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এমআই