দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গোপলগঞ্জ শহরের প্রায় ৫ হাজার মানুষের মাঝে কাপড়, থ্রিপিচ, লুঙ্গি, চাউল ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, টিন রড ব্যাবসায়ী সমিতি ও আলীয়া মাদ্রাসা মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
আজ মঙ্গলবার ( ১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শহরের বিসিক শিল্প এলাকা মেসার্স সাইফুল ট্রেডার্সে এ সকল ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গোপালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদক সাজ্জাদ খান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পদক শেখ পাবেল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহমেদ, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জু’সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর