নিজস্ব প্রতিবেদক:
বিষয়ভিত্তিক গান কিংবা কবিতার প্রচলন অনেক আগে থেকেই। তবে সময়ের ব্যবধানে অনেক গান কিংবা কবিতা হারিয়েও গেছে। আবার কিছু গান কালজয়ী। তেমনই একটি গান- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’।
এক মাসের সিয়াম সাধনার পর প্রতি বছর চাঁদ রাতে দেশের প্রতিটি এলাকায় বেজে ওঠে গানটি। প্রতিটি বাঙালির মুখে মুখে গানটি উচ্চারিত হলেও অনেকে গানটির ইতিহাস সম্পর্কে জানেন না।
গানটির রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সুরকারও তিনি। ১৯৩১ সালের শেষ দিকে গানটি লেখেন জাতীয় কবি। গানটি লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে প্রথম রেকর্ড করা হয়। গান রেকর্ডের দুই মাস পর ১৯৩২ সালের ফেব্রুয়ারিতে ঈদের ঠিক আগে আগে গানটি প্রথম প্রকাশ হয়। গ্রামোফোন কোম্পানি গানটি প্রকাশ করে। এরপর থেকে প্রতি ঈদেই বাজানো হয় গানটি।
সময়ের পরিক্রমায় গানটিতে কন্ঠ দিয়েছেন অনেক নামিদামি শিল্পী। এক কণ্ঠের পাশাপাশি গানটির বেশ কিছু কোরাসও রয়েছে। ঈদকে সামনে রেখে প্রতি বছরই নতুন ধাঁচে প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের লেখা ২২ লাইনের গানটি।
এমআই