স্পোর্টস ডেস্ক:
অল্প ক’দিনের জন্য বার্সেলোনায় গিয়েছিলেন লিওনেল মেসি। রেস্তোরাঁয় বার্সেলোনার সাবেক সতীর্থদের সঙ্গে আনন্দঘন সময়ও কাটান আর্জেন্টাইন সুপারস্টার। তাতে তার বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে চাউর হওয়া গুঞ্জনে যোগ হয়েছে নতুন মাত্রা। গণমাধ্যমের দাবি, চেনা আঙিনায় ফেরার খুব কাছাকাছি আছেন আর্জেন্টাইন তারকা। আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টস সাবেক সতীর্থদের সঙ্গে মেসির ছবি ছাপিয়েছে।
ওই ছবিতে মেসির সঙ্গে দেখা গেছে সার্জিও বুসকেটস, জর্দি আলবা এবং সাবেক ফিটনেস কোচ পেপে কস্তাকে তাদের পরিবারসহ। রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি মেসি। তবে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন।
গত ফেব্রুয়ারিতেও সংক্ষিপ্ত সফরে বার্সেলোনা গিয়েছিলেন মেসি। তখনও সাবেক সতীর্থদের সঙ্গে সময় কাটান তিনি। কিন্তু তার এবারের সফর ঘিরে আলোচনা ডালপালা মেলছে বেশ।
২০২১ সালে প্রিয় বার্সেলোনা ছেড়ে ফরাসি লিগ ওয়ানের দল প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান মেসি। আগামী জুনে লিগ ওয়ানের ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরাবে। গণমাধ্যমের খবর, ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএসজি, কিন্তু একই সমান্তরালে তার বার্সেলোনার চেনা আঙিনায় ফেরার সম্ভাবনা নিয়েও চলছে ঢের আলোচনা।
মেসিকে ফেরাতে সবসময় ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন বার্সেলোনার খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। অবশ্য ক্লাবের আর্থিক সংকট, লা লিগার ফিন্যান্সিয়াল প্লে’র আইন-সব মিলিয়ে কাজটা যে মোটেও সহজ নয়, তাও ঘুরেফিরে বলছেন ক্লাবটির কর্তাব্যক্তিরা। বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করা মেসি ভুরিভুরি রেকর্ডও গড়েন কাতালুনিয়ার ক্লাবটির জার্সিতে। কৈশোর থেকে বেড়ে ওঠা এই ক্লাবটির হয়ে জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লীগসহ আরও অনেক শিরোপা।
সময় জার্নাল/এলআর