মো: এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
রমজানের ঈদের ছুটি কাটিয়ে প্রিয় সন্তানকে তার বিদ্যাপিঠে পৌঁছে দিতে পারেলেন না বাবা-মা। প্রিয় সন্তানকে তার বিদ্যাপিঠে পৌঁছোনোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল প্রিয় সন্তানের প্রাণ। আহত হলেন বাবা-মা দুজনেই। আহত হয়ে চরম অসহায় অবস্থায় প্রিয় সন্তানের মৃত্যু দেখলেন বাবা-মা। হৃদয় বিধারক এদৃশ্যের অবতারনা ঘটেছে গতকাল শুক্রবার বিকেল পৌঁনে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায়।
জানা গেছে, শুক্রবার বিকাল পৌনে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায় ফেনী অভিমুখি দ্রুতগামী মাইক্রোবাস(ঢাকামেট্রো-ঘ-১৮-৮১৮২) গাড়ীটির চাকা ফাংচার হয়ে মহাড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রো গাড়ীটি ধুমড়ে মুছড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ফেনী ক্যাডেট কলেজের ছাত্রী সাদেকা সারোয়ার রাইয়ান(১৫), তার মাতা মেজর শামীমা সুমি ও পিতা ল্যাপটেন্টে কর্নেল গোলাম কিবরিয়া সারোয়ার(৪০)সহ ৪ জন আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত তাসবি কলেজ ছাত্রী সাদেকা সারোয়ার রাইয়ানকে মৃত ঘোষণা করে। নিহত ক্যাডেট কলেজ ছাত্রী সাদেকা সারোয়ার রাইয়ানের পিতা মাতার ঠিকানায় সাং-রামু ক্যান্টেনমেন্ট কক্সবাজার লেখা রয়েছে। আহত অন্য জন হলেন, মাইক্রো চালক নেত্রকোনার আটপাড়া থানার দুর্গাপুর গ্রামের উজ্জল খান(৩৬)। আহতদের কুমিল্লা সিএমএইচএ পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই সাইদুর রহমান জানান, ‘দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ও তার পিতা-মাতাসহ ৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে’।
এমআই