সময় জার্নাল ডেস্ক:
বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বে 'মডেল' বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
ওয়াশিংটন ডিসির রিজ কার্লটন হোটেলে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন।
সাংবাদিকদের তিনি বলেন আইএমএফ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'অভূতপূর্ব ' প্রশংসা করেন, এবং বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ কভিড অতিমারির সময়ও অর্থনীতি 'স্থিতিশীল' রেখেছে যা বিশ্বে 'মডেল'।
রাশিয়া, ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী সঙ্কটের মধ্যে বাংলাদেশ আইএমএফ থেকে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি পায়; যার প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার সংস্থাটি গত ২ ফেব্রুয়ারি ছাড় করেছে।
শনিবারের সৌজন্য সাক্ষাতে আইএমএফ প্রধান ভবিষ্যতেও বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছর সম্পর্কের উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য শুক্রবার ওয়াশিংটন ডিসি পৌঁছান।
সোমবার বিশ্বব্যাংকের সদরদফতরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সময় জার্নাল/এলআর