খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মাগুড়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে মাগুড়া ষ্ট্যান্ড থেকে চেকপোষ্ট পর্যন্ত একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল।
এসময় আরো বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন,শ্রমিক নেতা আয়নাল হক। পরে মাগুড়া থেকে মোটর সাইকেল,অটো,সিএনজি ও পিকআপ শ্রমিকরা তাদের নিজ নিজ পরিবহন নিয়ে সাংসদ আদেলকে সাথে করে একটি র্যালী কিশোরগঞ্জ থানার মোড়ে এসে শ্রমিক লীগের এক সমাবেশের মিলিত হয়।
কিশোরগঞ্জ থানা মোড় থেকে আবার উপজেলা প্রশাসনের র্যালীতে অংশ নেয় এমপি। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংসদ আদেলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন,কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,শ্রমিক নেতা সাইদুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান চিলু,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আশুতোষ সিংহ রায় লক্ষণ,যুগ্ম আহবায়ক
হিজবুল্লাহ রহমান ডালিম প্রমূখ।
এমআই