মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ভোবানীপুর (মুন্সীপাড়া) এলাকার ঘাসের আবাদ করা একটি জমি থেকে আব্দুল ওয়াহেদ মুন্সী (৮০) নামের বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত আব্দুল ওয়াহেদ মুন্সী (৮০) বিরামপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডস্থ ভোবানীপুর (মুন্সিপাড়া) মহল্লার মৃত্যু মনছের আলীর মুন্সীর ছেলে।
মঙ্গলবার (২ মে) সকালে স্থানীয় লোকজন মহল্লার পাশে মাঠে গরুর চরাতে ও গরুর ঘাস নিতে গিয়ে বৃদ্ধা আব্দুল ওয়াহেদ মুন্সীর মরদেহ বিবস্ত্র অবস্থায় পরে থাকতে দেখে নিহতের পরিবার ও বিরামপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধার লাশ উদ্ধার করে।
নিহতের ছোট ছেলে গোলাম মোস্তফা (৪৫) জানান, আমার বাবা পেশায় একজন কবিরাজ ছিলেন। তিনি গ্রামেগ্রামে ঝাড়-ফুঁক করে বেড়াতেন। সোমবার (১ মে) সন্ধ্যা থেকে বাবা বাড়ি না আসায় এবং দেখতে না পেয়ে আমরা মনে করি তিনি হয়তো অন্য গ্রামে কোন কাজে গিয়েছেন।
মঙ্গলবার (২ মে) সকালে প্রতিবেশীরা বাড়ির পূর্বপাশের নেপিয়ার ঘাসের জমিতে বাবার রক্তাক্ত মরদেহ দেখে আমাদের ও পুলিশে খবর দেয়। বাবার লাশের গলায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। তাঁকে কে বা কাহারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে খবর পেয়ে দিনাজপুর পিবিআই'র ক্রাইম সিনের একটি টীম সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) মমিনুল ইসলাম।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিনের ইউনিট মাঠে কাজ করছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
সময় জার্নাল/এলআর