নিজস্ব প্রতিবেদক:
রূপায়ণ গ্রুপের পরিচালনা পর্ষদের সর্বসম্মতিতে গ্রুপের ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাইফ আলী খাঁন অতুল।
বুধবার (৩ মে) দুপুরে রাজধানীর মহাখালীর রূপায়ণ সেন্টারে সাইফ আলী খাঁন অতুলের হাতে দায়িত্ব তুলে দেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। এর আগে রূপায়ণ গ্রুপের পরিচালক হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন সাইফ আলী খাঁন অতুল।
দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), এ এস এম শাইখুল ইসলাম, রূপায়ণ হাউজিং এস্টেট লি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলী নূর রহমান, রূপায়ণ গ্রুপের সিএফও রিয়াজ মাহমুদ, রূপায়ণ হাউজিং এস্টেট লি.-এর পরিচালক (অপারেশনস) ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সাইফ আলী খাঁন অতুল রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলি খাঁন মুকুলের কনিষ্ঠ ছেলে।
এমআই