রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রামুর রাজারকুল রাংকূট বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বৃহস্পতিবার, মে ৪, ২০২৩
রামুর রাজারকুল  রাংকূট বৌদ্ধ বিহারে শুভ  বুদ্ধ পূর্ণিমা উদযাপন

খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:

রামুর রাজারকুল  পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক রাংকূট বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হলো ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে আয়োজন করা হয় ৮৪ হাজার ধর্মস্কন্ধ বুদ্ধ পূজা ও ১০১ গণপ্রব্রজ্যা এবং ব্যুহচক্র মেলা।

বুধবার ( ৩ মে )  বিকেল ৩ টায় ১০১ জন কুলপুত্র প্রব্রজ্যা গ্রহণ করেন। সন্ধ্যায় বৌদ্ধ কীর্তন ও দানবীর রাজা বেসান্তরের নাটক মঞ্চায়িত হয়। এই অনুষ্ঠানে দেশের দূরদূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী'র  উপস্তিতি চোখে পড়ার মতো ছিলো । 

সকালে বৌদ্ধধর্মাবলম্বীদের যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বু্দ্ধ পূজা উৎসর্গ করা হয়। জনশ্রুতি আছে ঐতিহাসিক রাংকোট বৌদ্ধ বিহারে এক সময় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল।

আয়োজকরা জানান, হানাহানি, ভেদাভেদ ও শ্রেণী বৈষমহীন এবং সমতার পৃথিবী গড়তে সবার বুদ্ধ হয়ে উঠতে পারার সম্ভাবনার মহান বাণী ছড়িয়েছেন মহামতি গৌতম বুদ্ধ। এ পূর্ণিমায় সব বুদ্ধ বাণী সবার অন্তরে আলো ছড়াবে এমন প্রত্যাশা আয়োজকদের।  

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল