আমরা যারা দল করি ভাই, কেমন যেন ভাবখানা,
হোমরাচোমরা ভাবসাব হায়, আছে যেন সব জানা!
করিনা কাজ না পেলে ভাই, বড়সর এক নজরানা,
স্বীয় আখের গোছানো তরে, দলটি মোদের দুরদানা!
আপন দলের ভুল দেখিতে, হই যে মোরা তালকানা,
কোরাস সুরে মিথ্যা বলে, হই রে অনেক মাসতানা!
অন্য সবাই 'খলে'র খনি, নিজেরা ভালোর কারখানা,
বিপদ দেখলে অন্য দলের, খুশীতে হই যে আটখানা!
নেতা একখান মিথ্যা বললে, আমরা বলি ষাটখানা,
বুদ্ধি বিবেক বিকিয়ে দিয়ে, হয়েছি বড়ই দলকানা!
নিজেরাই শুধু সাহেব সুবা, অন্যরা সব খানসামা,
দেশটা যেন বাপের তালুক, আম জনতার দাসনামা!
নিজের চেয়ে দল বড় ভাই, দলের চেয়ে দেশ খানা,
রাত কানা সব দল করে হায়, হয়ে গেছি দিন কানা!
দেশটার হাল হউকনা যাহাই, নিজের হাল রমরমা,
আপনার তরে সমতল মাঠ, অন্যের জন্যে দমদমা!
দেশটা স্বাধীন করতে গিয়ে, দিয়েছে যারা জানখানা,
তাদের আত্মার আহাজারি কি, শুনি যারা দলকানা?
সময় জার্নাল/এসএ