স্পোর্টস ডেস্ক:
শৃঙ্খলা ভাঙার দায়ে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পাওয়া লিওনেল মেসি, চোটের জন্য নেইমারকে ছাড়াই তোয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি।
দুই মহাতারকার অনুপস্থিতিতে দলের হাল ধরেন কিলিয়ান এমবাপে। আজ প্রতিপক্ষের মাঠে তোয়ার বিপক্ষে ১-৩ গোলের ব্যবধানে জিতেছে পিএসজি।
এদিন ম্যাচের অষ্টম মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরেই গোলের ব্যবধান দ্বিগুন করেন ভিতিনহা।
ম্যাচের ৮৩তম মিনিটে গোল করে তোয়াকে খেলায় ফেরান জাভিয়ের। তবে তিন মিনিটের ব্যবধানে তাদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পিএসজির ফ্যাভিয়ান রুইজ।
তার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লীগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেলো পিএসজি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেন্স।
সময় জার্নাল/এলআর