সিলভিয়া আক্তার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল শিশু ও অসচ্ছলদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে হলের সামনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জাবি শাখা ছাত্রলগীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম (সৈকত), হাবিবুর রহমান লিটন, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, ৪৪ ব্যাচের ছাত্রলীগ নেতা কাজল মিয়া, সজীব দেবনাথ প্রণবসহ বঙ্গবন্ধু হলের বিভিন্ন ব্যাচের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল আজিম সৈকত বলেন, "এই মহামারীর সময়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনায় ছিন্নমুল মানুষের কাছে আমরা জাবি ছাত্রলীগের উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেছি। দেশের যে কোনো ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় গণমানুষের জন্য কাজ করে আসছে। অতীতের ধারবাহিকতায় ছাত্রলীগ এখন যেমন কাজ করছে, ভবিষ্যতেও মানুষের পাশেই থাকবে৷"
সময় জার্নাল/এমআই