স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই শুরু করেছে বাঘিনীরা। আর সেই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
৫১ বলে ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি। এর সুবাদে শ্রীলঙ্কার দেয়া ১৪৬ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে আজ মঙ্গলবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান দলনায়ক চামারি আতাপাত্তু। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট ১৪৫ রান জড়ো করেই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৪৫ রান করেন হার্শিতা সামারবিক্রমা। ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক চামারি আতাপাত্তু।
চার নাম্বারে নামা নিলাক্ষী ডি সিলভা ২৮ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ২০ রান খরচায় ২ উইকেট নেন ফাহিমা খাতুন। এছাড়া ১টি করে উইকেট দখল নেন সুলতানা খাতুন, ফারিহা তৃষ্ণা, নাহিদা আক্তার ও রাবেয়া খান।
মধ্যমানের এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৭ রানের মাথায় রুবিয়া হায়দার এবং ২৩ রানের মাথায় শামীমা সুলতানা সাজঘরে ফেরেন। দুই ওপেনারের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এ অবস্থা থেকে দলকে উদ্ধার করেন নিগার সুলতানা জ্যোতি।
তিনে নামা সোবহানা মোস্তারির সাথে জ্যোটি গড়ে তুলেন ৫১ রানের জুটি। ২৪ বল খেলে ১৭ রান করে আউট হন সোবহানা। এরপর রিতু মনি উইকেটে আসলে জ্যোতি ও রিতু দুজনই খেলতে থাকেন হাত খুলে। ৪৯ বল খেলে দু’জনে যোগ করেন ৭১ রান। ২৩ বলে ৪ চারে ৩৩ রান করে শেষ ওভারে আউট হন রিতু মনি।
তিনি যখন রান আউটে কাটা পড়েন, তখন ইনিংসের বাকি ২ বল। জয়ের জন্য বাংলাদেশের দরকার ১ রান। পরের বল থেকে সিঙ্গেল নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নিগার। ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ৭৫ রান করেন নিগার। ম্যাচ সেরাও হন তিনি।
সময় জার্নাল