শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সুদান থেকে আরো ২৬২ বাংলাদেশী ফিরেছে

শুক্রবার, মে ১২, ২০২৩
সুদান থেকে আরো ২৬২ বাংলাদেশী ফিরেছে

নিজস্ব প্রতিনিধি:

সঙ্ঘাত কবলিত সুদান থেকে সৌদি আরবে আশ্রয় নেয়া ২৬২ জন প্রবাসী বাংলাদেশীকে আজ (শুক্রবার) মাতৃভূমিতে ফিরিয়ে এনেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৩৮-এর মাধ্যমে মদিনা থেকে ২৩৯ জন এবং দুপুর ১২টা ১৫ মিনিটে বিজি-১৩৬-এর মাধ্যমে জেদ্দা থেকে ২৩ জন দেশে পৌঁছায়।

দেশে ফেরার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিমান, পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল মো: খুরশেদ আলম (অবসরপ্রাপ্ত), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ যুগ্ম-সচিব মো: ছিদ্দিকুর রহমানসহ আইওএমের প্রতিনিধিরা।

গত ৮ মে থেকে এ পর্যন্ত মোট ৪৪৯ জনকে দেশে ফিরিয়ে এনেছে বিমান। ৮ মে ১৩৬ জন এবং ১১ মে ৫১ জন সুদান প্রবাসীকে দেশে ফিরিয়ে আনে এয়ারলাইন্সটি।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল