মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ১৫০ জন পাসপোর্ট যাত্রীকে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫ টায় ৫০ জনের একটি দলকে প্রথমে হোটেল উত্তরায় রাখা হয়। পরে রাত ১০ টায় আসা বাকীদের পর্যায়ক্রমে হোটেল টাইগার প্লাস, হোটেল হাসান ও হোটেল আল কাশেম এ রাখা হয়েছে।
সাতক্ষীরার ডেপুটি কমিশনার (এনডিসি) আজাহার আলী জানান, ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরে আসা ১৫০ জন বাংলাদেশীকে জেলা প্রশাসকের তত্বাবধায়নে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের চারটি আবাসিক হোটেলকে প্রস্তত করা হয়। হোটেল গুলো হলো শহরের টাইগার প্লাস, হোটেল উত্তরা, হোটেল আল কাশেম ও হোটেল হাসান।
এদিক ভারত থেকে দেশে ফিরিয়ে আনা পাসপোর্ট যাত্রীদের শহরের বিভিন্ন হোটেলে রাখার খবরে সাতক্ষীরা শহরের সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। করানোয় ভারতে যেহারে মানুষ মারা যাচ্ছে এতে বাংলাদেশে তার প্রভাব পড়ার আশংকা করছেন বিশিষ্ঠজনরা।
সময় জার্নাল/এমআই