সময় জার্নাল প্রতিবেদক :
দেশের দুই কিংবদন্তি চিকিৎসকসহ ৩ বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন, হলেন- ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান, বাংলাদেশ গ্যাস্ট্রোএনটারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অন্যান্য মন্ত্রণালয়ের একাধিক মন্ত্রী এবং সাবেক জাতীয় অধ্যাপকদের সমন্বয়ে গঠিত কমিটি তাঁদের জাতীয় অধ্যাপক হিসেবে নির্বাচিত করেছেন। কমিটির সিদ্ধান্ত ও মনোনয়ন অনুযায়ী প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ প্রদান করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সময় জার্নাল/ইএইচ