স্পোর্টস ডেস্ক:
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা মনে করেন ইউরোপের ‘গ্রেট ক্লাব’ হিসেবে বিবেচিত হতে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে। পরপর তিনবার লিগ শিরোপা জয়ের পর গণমাধ্যমে এমন কথা বলেছেন স্প্যানিশ কোচ।
এ মৌসুমে ট্রেবল জয় থেকে দুই ম্যাচ দূরে গার্দিওলা। বলেছেন, ‘এই দলটা খুবই ভালো, কিন্তু মিডিয়া এবং মানুষের সাথে সুর মেলাবো যে গ্রেট টিম বিবেচিত হতে ইউরোপে জিততে হবে। ওইসব টিম জিতেছে, তারা শুধু একবার নয়, কয়েকবার জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোর অনুভূতি খুবই সুন্দর, এখানে বারবার আসা সত্যিই আনন্দদায়ক।’
‘আমরা যদি সেরা দল বিবেচিত হতে চাই, তার জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। অন্যথায়, আমার মতামত পরিবর্তন হচ্ছে না। আমাদের প্রিমিয়ার লিগে চারটি ট্রফি আছে, আরেকটার জন্য লড়ছি। গতবার সেমিফাইনালে হারার পর আমরা থেমে থাকবো কেন? ভালো ক্লাব সবসময় শিরোপার প্রত্যাশায় থাকে। তারা আরও চায়।’
ম্যানচেস্টার সিটি এ মৌসুমে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে আছে। তিন ম্যাচ হাতে রেখে ইতিমধ্যে লিগ শিরোপা ঘরে তুলেছে। এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পৌঁছেছে। জিতলে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রিমিয়ার লিগে ট্রেবল জয়ী দ্বিতীয় দল হবে ম্যানচেস্টার সিটি।
এমআই