নিজস্ব প্রতিবেদক, ঢাকা : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।
শাহীনুর পাশা চৌধুরী হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি।
সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম হেফাজতের কোনো নেতাকে গ্রেফতার করা হলো।
শাহীনুর পাশাকে আটকের ব্যাপারে এখনও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপি এ তথ্য নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/আরইউ