নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বাংলাদেশের জনগণ, সরকার এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
পিটার হাস বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসানীতির ঘোষণা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ, সরকার এবং যারা এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের জন্য প্রযোজ্য।
যুক্তরাষ্ট্র সবসময় গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করে বলেও এসময় উল্লেখ করেন রাষ্ট্রদূত হাস।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে বুধবার নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
এমআই