সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি তাঁর ক্লাব ছাড়ার দাবিতে পিএসজি সমর্থকদের প্রতিবাদ সমাবেশের পর সেই গুঞ্জনে বাড়তি বাতাস লেগেছে। নেইমার নিজেও নাকি তাঁর ঘনিষ্ঠজনদের পিএসজি ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। এরপরই শোনা যায় নেইমারকে পেতে পিএসজির সঙ্গে আলাপ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।চেলসি ম্যাচের আগেই নেইমারকে দলে আনা নিয়ে কথাও বলেছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। তবে নেইমারকে কেনার ব্যাপারে ক্লাবটিকে সতর্ক করে দিয়েছেন ম্যান ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রেনে মেউলেনস্টিন। তিনি বলেছেন, নেইমারের মতো উঁচু চাহিদার এবং অহংকারী খেলোয়াড়কে কিনলে বিপদে পড়তে হতে পারে ইউনাইটেডকে। চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমার পিএসজির অনুশীলনে গিয়েছিলেন সতীর্থদের উৎসাহ দিতে কোচিং ক্যারিয়ারের বিভিন্ন সময় ইউনাইটেডের বয়সভিত্তিক দলের কোচিং করিয়েছেন মেউলেনস্টিন। এ সময় ফার্গুসনের কাছাকাছিও আসেন এই ডাচ কোচ। নেইমারকে কেনার ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরে মেউলেনস্টিন বলেছেন, ‘এটা সম্ভবত গুজব এবং অনুমান। সবাই এ নিয়ে মুখ বন্ধ রেখেছে। এটা নিয়ে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কারণ, সে বেশ সামর্থ্যবান খেলোয়াড়, কিন্তু পাশাপাশি সে প্রিমা ডোনাও (ইতালিয়ান এই শব্দটি দিয়ে মূলত অহংকারী ও উঁচু চাহিদার কাউকে বোঝানো হয়, যিনি অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারেন না)। আর সে প্রিমিয়ার লিগে কখনো খেলেওনি। স্পেন ও ফ্রান্সে খেলা একদম আলাদা ব্যাপার।’ এ ছাড়া পজিশনের দিক থেকেও নেইমার ইউনাইটেডে প্রয়োজন নেই বলে মনে করেন মেউলেনস্টিন। তিনি আরও বলেছেন, ‘নেইমারের সেরা পজিশন হচ্ছে লেফট উইং পজিশন। কিন্তু সেখানে আপনার কাছে রাশফোর্ড আছে।’ এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল