জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসের ৩০জন দোকানদার ও হল কর্মচারীবৃন্দের মাঝে "ঈদ উপহার" বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। আজ (শুক্রবার) এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুবুল হক রাফা, উপ- অর্থ বিষয়ক সম্পাদক মাজেদুল হক বায়েজিদ, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্হাপনা সম্পাদক মাহমুদুল হাসান পরাগ, হল ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান অনিক, ফরহাদ হোসাইনসহ হল ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।
উপহার হিসেবে প্রত্যেককে ১ কেজি পোলাও এর চাল, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১/২ কেজি ডাল, ৫০০ গ্রাম লবণ, ১/২ লিটার সয়াবিন তেল, নুডুলস, লাচ্ছা সেমাই ও সাবান দেওয়া হয়।
সময় জার্নাল/এস/ইএইচ