সময় জার্নাল প্রতিবেদক : না ফেরার দেশে চলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. মাহমুদুর রহমান (নীলু)। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজেউন। শুক্রবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
স্বজনেরা জানান, অধ্যাপক ডা. মাহমুদুর রহমানের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হলেও ফুসফুস সংক্রমন সহ কোভিড-১৯ এর প্রায় সব লক্ষণ ছিল। এছাড়া, তিনি সপ্তাহে ৩ দিন নিয়মিত কিডনী ডায়োলাইসিস করতেন।
ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এস.এস.সি, সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৮১ সালে এইচ.এস. সি, সিলেট মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এম বি বি এস এবং পরবর্তীতে Physical therapy & sports medicine -এ এফ সি পি এস (FCPS) ডিগ্রি অর্জন করেন তিনি।
তাঁর পৈত্রিক নিবাস সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। অধ্যাপক ডা. মাহমুদুর রহমান (নীলু) ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও গ্রহন করেছিলেন। তাঁর স্ত্রী অধ্যাপক শাহনাজ মাহমুদ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি স্ত্রী, ২ পূত্র সন্তান, ৫ ভাই এবং ৭ বোন সহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সময় জার্নাল/ইএইচ