মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
গত ২৫ মে রাতে নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের সাবেক মেম্বার হাজী দুলাল একটি সালিশ বৈঠক থেকে ফেরার পথে দুষ্কৃতকারীরা দুলাল মেম্বারের মোটর সাইকেল গতিরোধ করে গুলি করে।
এতে দুলাল মেম্বার গুলিবিদ্ধ হলে স্থানীয়রা দুলাল মেম্বারকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুলাল মেম্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
উক্ত ঘটনায় দুলাল মেম্বারের মা নুরের নেছা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাহার এজাহারের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে সুধারাম থানায় নিয়মিত মামালা রুজু করে এস আই মামুনুর রশিদকে মামলার তদন্তভার অর্পন করা হয়।
এস আই মামুনুর রশিদ নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মো:শহীদুল ইসলাম পিপিএম(বার) এর নির্দেশনায় তদন্তকালে উক্ত ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করেন।
উক্ত ঘটনায় জড়িত আসামীদের মধ্যে মো: সবুজ (৩০) পিতা,নুর হোসেন সাং মাইজচরা থানা সুধারাম জেলা নোয়াখালীকে গত ২৯ মে গ্রেফতার করে। এ সময় সবুজ উক্ত ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে তাহার নিকট অস্ত্র থাকার কথা স্বীকার করে। আসামী সবুজের স্বীকারোক্তি মূলে আজ ৩০ মে ভোর রাতে সবুজের বাড়ী থেকে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়।
আসামী ঘটনায় নিজে জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকার করার ইচ্ছা পোষন করলে দুপুরে অাসামী সবুজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আসামী স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে ঘটনার বর্ননা দেন।উল্লেখ্য আহত দুলাল মেম্বার ২৯ মে তারিখ রাত ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সময় জার্নাল/এলআর