সময় জার্নাল ডেস্ক:
সৌদি মহাকাশচারী রায়ানাহ বার্নাভি আট দিন মহাকাশে অবস্থানের পর সফলভাবে পৃথিবীতে অবতরণ করেছেন। বুধবার সকালে ফ্লোরিডার পানামা সিটির উপকূলে প্যারাস্যুটে চড়ে অবতরণ করেন তিনি।
বৃহস্পতিবার সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেসরকারি মহাকাশযান ক্রু ড্রাগনে চড়ে রায়ানাহসহ দুই মার্কিন ও আরেক সৌদি নভোচারীর একটি দল মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করেছেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গবেষণার জন্য তারা কক্ষপথ যান। তাদের ফিরতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টার মতো।
চারজনের এই দলে ছিলেন ৩৪ বছরের সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি। তিনি পেশায় বিজ্ঞানী ও ক্যান্সার স্টেমসেল গবেষক। সৌদির অপর নভোচারী ৩১ বছরের পাইলট আল আকরানি। আরো ছিলেন নাসার সাবেক দুই মহাকাশচারী।
উল্লেখ্য, গত রোববার (২২ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 'স্পেসএক্স ফ্যালকন ৯' রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যান তারা। নভোচারীরা ৮ দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।
সময় জার্নাল/এলআর