আরিফ শেখ , তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান ও সমাজসেবক হিসেবে বিশেষ অবদান রাখায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পুরস্কার-২০২১’ পেয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার ৩ নং ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
সভায় সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবু তারিক।
এতে বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের মাস। এই মাসে আমাদের চাওয়া থাকবে বাক স্বাধীনতার। এসময় তিনি সবাইকে শিল্প-সংস্কৃতি ও সাহিত্য চর্চা আরও ত্বরান্বিত করা আহ্বান জানান।
পুরষ্কার গ্রহণের পর অনুভূতি জানতে চাইলে চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, পুরষ্কার মানুষকে আনন্দ দেয়। নতুন উদ্যোমে নতুন নতুন কাজ করার প্রেরণা জোগায়।আশা করি এই পুরষ্কারটিও আমাকে প্রেরণা যোগাবে।
ইতিপূর্বে রফিকুল ইসলাম সমাজ সংস্কারক ও উন্নয়নের কারিগর হিসেবে শেরে বাংলা স্মৃতি পদক ২০২০ , নেলসন ম্যান্ডেলা আওয়ার্ড ২০১৯ , বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন ২০১৮ পেয়েছেন ।