নিজস্ব প্রতিবেদক:
পদ্মা নদীতে গোসল করতে নেমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ডের ডুবুরি দল।
শুক্রবার (২ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে পদ্মা পাড়ে যায় তারা। সেখানে গিয়ে পদ্মা ব্রিজের ১৬ নম্বর পিলারে পাশে গোসল করতে নামে। এ সময় তারা নিখোঁজ হয়। খবর পেয়ে কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
তিনি আরও জানান, নিখোঁজ শিক্ষার্থীদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের নাম পরিচয়ও জানা সম্ভব হয়নি।
এমআই