সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
গুচ্ছের বাইরে সতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'ডি' ইউনিট তথা ধর্মতত্ত্ব ইউনিটের পরীক্ষা আগামীকাল (৫ জুন) অনুষ্ঠিত হবে। এ দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একঘন্টাব্যাপী অনুষ্ঠিত হবে পরীক্ষাটি।
এবার ইউনিটটিতে মোট ৩২০ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ১২৭ জন পরীক্ষার্থী।সেই হিসেবে আসন প্রতি লড়বেন ৭ জন ভর্তিচ্ছু।
ইউনিট সমন্বয়কারী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ৯২৯ জন এবং অনুষদ ভবনে অংশ নেবে ১ হাজার ১৯৮ জন পরীক্ষার্থী ।
ইউনিট সমন্বয়কারী ধর্মতত্ত্ব এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ বলেন, 'পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় কোনো প্রকার অসঙ্গতি ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।'
এছাড়া পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, 'এর আগে প্রত্যেকবারই পরীক্ষার ফলাফল আমরা রাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবারও আমরা প্রথমদিনেই দেওয়ার চেষ্টা করবো। কোনো কারণে না হলে তখন সকালে প্রকাশ করা হবে।'
উল্লেখ্য, ইউনিটটির অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদের অধীন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০ টি আসনের বিপরীতে লড়বেন পরীক্ষার্থীরা। এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের একঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। পরবর্তীতে জিপিএ এর ২০ নম্বরসহ মোট ১০০ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
এমআই