আন্তর্জাতিক ডেস্ক : বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের (৫৩) অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাশিদের জীবন বাঁচাতে ১৬ ঘণ্টা ধরে দেহের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের জনবহুল এলাকায় স্পিকারের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন মোহাম্মদ নাশিদ।
হামলার পর দ্রুত নাশিদকে দেশটির এডিকে হাসপাতালে নেওয়া হয়। তার ফুসফুস ও যকৃৎ থেকে শার্পনেল বা ধাতুর টুকরো বের করতে বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাশিদকে হাসপাতালে নেওয়ার পর থেকে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখছে মালদ্বীপের পুলিশ।
অপরাধীদের ধরতে পুলিশকে তথ্য দিতে জনগণকে আহ্বান জানানো হয়েছে। দেশটির নেতারা নাশিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
সময় জার্নাল/এসএ