খালেদ হোসেন টাপু, রামু:
কক্সবাজারের রামুর দূর্গম জনপদ ঈদগড় পুলিশ ফাঁড়িকে গাড়ি উপহার দিলেন কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। মঙ্গলবার, ৬ জুন রামু থানা কম্পাউন্ডে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইনের কাছে আনুষ্ঠানিকভাবে গাড়িটি (মাহিন্দ্রা) হস্তান্তর করেন সাইমুম সরওয়ার কমল এমপি।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেন- ‘রামুর দূর্গম জনপদ ঈদগড় ইউনিয়নে সামাজিক নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়ির সক্ষমতা বাড়াতে গাড়ি প্রদান করেছি।
সামাজিক দায়বদ্ধতায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তার কাজে গাড়িটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে সহায়ক হবে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন- সাম্প্রতিক সময়ে ঈদগড় ইউনিয়নে অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গাড়ি সংকটের বিষয়টি এমপি সাইমুম সরওয়ার কমলকে অবহিত করেছিলেন।
ওই সময় এমপি সাইমুম সরওয়ার কমল ঈদগড় পুলিশ ফাঁড়িতে একটি গাড়ি দেন। এখন সেই গাড়িটি এমপি কমল নিজেই থানায় এসে পুলিশের কাছে হস্তান্তর করলেন। জনকল্যাণে একজন সাংসদের এমন দায়িত্বশীলতা পুলিশ প্রশাসনকে মুগ্ধ করেছে। এমপি কমলের দেয়া গাড়িটি দূর্গম ও পাড়াড়ি জনপদ ঈদগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভ‚মিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ‚ট্টো, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভ‚ট্টো, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাওসার, ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়েজুর রহমান, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়–য়া ওসহ সভাপতি খালেদ হোসেন টাপু, এমপি কমলের একান্ত সহকারি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারি রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজ মেম্বার, মো. ইউনুচ মেম্বার ও মোহাম্মদ ফরহাদ প্রমূখ।
সময় জার্নাল/এলআর