স্পোর্টস ডেস্ক:
চুক্তিশেষে পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। আর মেসির বিদায়ের সঙ্গে ধ্বস নেমেছে পিএসজির সামাজিক যোগাযোগমাধ্যমেও।
মেসি ক্লাব ছাড়ার পর থেকেই ইনস্টাগ্রামে পিএসজির অনুসারীর সংখ্যা কমতে শুরু করেছে। যা চলমান রয়েছে এখনো।
মেসি-রোনালদোর প্রভাব ফুটবল বিশ্বে কতখানি তা সাম্প্রতিক কিছু ঘটনায় আবারো প্রমাণিত হয়েছে। রোনালদোর আল-নাসেরে যোগ দেওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই ক্লাবটির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা হু হু করে বেড়েছে।
একই ঘটনা ঘটল মেসির ক্ষেত্রেও। পিএসজি ছাড়ার পর মেসিভক্তরা ক্লাবটির ইনস্টাগ্রাম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন।
ইতোমধ্যে এক দশমিক পাঁচ মিলিয়ন অর্থাৎ ১৫ লাখেরও বেশি অনুসারী হারিয়েছে পিএসজি। যা আরো কিছুদিন চলমান থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
এছাড়াও মেসির বিদায়ে টিভি স্বত্ব, জার্সি বিক্রি থেকেও নিজেদের মুনাফা হারাচ্ছে পিএসজি।
এমআই