স্পোর্টস ডেস্ক:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভীষণ গুরুত্বপূর্ণ টস ভারতের পক্ষে গেছে। টস জিতে মেঘলা আকাশের নিচে আগে বোলিং নিয়েছেন রোহিত শর্মা। একাদশে চার পেসারের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন রবীন্দ্র জাদেজা, তাই জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের।
বুধবার লন্ডনের দ্য ওভালে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল। মেঘলা আকাশ দেখেই আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রোহিত। তার মতে উইকেট বেশ ভালো, খুব একটা ভাঙার সম্ভাবনা নেই। তাই চার পেসারের দিকেই গিয়েছেন তারা, খুব কঠিন সিদ্ধান্ত হলেও অভিজ্ঞ স্পিনার অশ্বিনকে বাইরে রাখা হয়েছে।
আগের দিন ঘোষিত অস্ট্রেলিয়ার একাদশেও আছে একই সমন্বয়। চার পেসারের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন ন্যাথান লায়ন।
এমআই